ঘুম - সাকিব জিযান


চোখটা খুলে দেখি সকাল ৬ টা ৪৭ মিনিট। তাড়াহুড়ো করে উঠে পড়ি বিছানা থেকে। গতকাল ৬ টা ৪০ মিনিটে উঠার পরও দেড়িতে কলেজে পৌছাই। আজ তাই তাড়াহুড়া করে কোন রকম শার্ট-প্যান্ট পরেই রওনা হই কলেজের উদ্দ্যেশ্যে।

দ্বিতীয় বারের মতো ঘুম ভাঙলো বাসে বসে। প্রচুর ঘুম পাচ্ছিল। ভাগ্য ভালো আসাদগেটে পৌছে ঘুমটা ভাঙলো। তাড়াতাড়ি বাস থেকে নেমেই একরকম উড়ে উড়েই কলেজে পৌছালাম।

ঘড়িতে তাকিয়ে দেখি ক্লাস শুরু হবার ১০ মিনিট আগেই অদ্ভুতভাবে কলেজে পৌছে গেছি। ঘুমটা এখোনো প্রচন্ডরকম ক্লান্ত করে রেখেছে আমায়। কফি খাওয়া দরকার।
হাতে সময় থাকায় কফি নিয়ে বসে পড়ি ক্যান্টিনের পাশের বেঞ্চ গুলোতে। ঝিমুচ্ছি আর কফি খাচ্ছি।

তৃতীয়বারের মতো ঘুম ভাঙলো ক্যান্টিনে। উঠে দেখি কফিটা ঠান্ডা হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ঘড়িতে তাকাই। ৯টা বেজে ৩০ মিনিট।

আমার মাথায় বাজ ভেঙ্গে পড়লো। দুটো ক্লাস মিস!! এমনিতেই আমাদের কলেজের নিয়ম-নীতি অনেক কড়া। এখন ক্লাসে গেলে তো চরম অপমানিত হবো। ক্যান্টিন হতে বাইরে এসে দেখি একজন শিক্ষক ঘুরাঘুরি করছেন। তাই দৌড়ে ঢুকে পড়লাম বাথরুমে।

হঠাৎ বাথরুমের দরজায় টোকা।

ঠক! ঠক! ঠক!

ভয়ে আমার আত্মা যেন বেরিয়ে যাবে।

এবার শেষবারের মতো ঘুম ভাঙলো আমার ঘরে। সময় সকাল ৬ টা ৪৭ মিনিট।

Comments

Popular posts from this blog

চোর - মানিক বন্দ্যোপাধ্যায়

একটি প্রেশার কুকার রম্য – সাকিব জিযান

পঁচিশ টাকায় ফুলের গল্প – সাকিব জিযান