শ্রাবনের ধারা - সাকিব জিযান


https://ak1.picdn.net/shutterstock/videos/1016793031/preview/stock-footage-closeup-view-of-mother-and-baby-hands-touching-rain-outside-little-fingers-trying-to-catch-the.webm

বৃষ্টি পড়ছে। চার বছরের ছোট বাচ্চাটা পাঁচতলার উপরে বারান্দা হতে হাত বের করে রেখেছে। ইশ্‌ আরেকটু জোরে বৃষ্টি পড়লে তার পুরো হাতটাই ভিজে যেত।



বৃষ্টি পড়ছে। ফুটওভার ব্রিজের উপর বসা বাচ্চাটা ভিজে একাকার। কোন দিকে গেলে খোকন কাকা মারবে। কারণ সে তো ভিক্ষা করতে বসেছে, খেলতে না। ইশ্‌ আরেকটু আস্তে যদি বৃষ্টি পড়ত! 



বৃষ্টি পড়ছে। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েটা নতুন ছাতা কিনেছে। যদি আরও কয়েক ঘন্টা এভাবে বৃষ্টি পড়ত, তবে সে ছাতা নিয়ে স্কুলে যেতে পারত। ইশ্‌ আরেকটু পরে যদি বৃষ্টি আসতো!



বৃষ্টি পড়ছে। সামান্য দিন মুজুরের ছেলে আজ স্কুলে যাবে কিভাবে ভাবছে। তার তো আর রেইন কোর্ট নেই। ইশ্‌ বৃষ্টিটা যদি কাল রাতে আসতো! সারা রাত গরমে ঘুম হয় নি।



বৃষ্টি পড়ছে। (অসমাপ্ত) 

Comments

Popular posts from this blog

চোর - মানিক বন্দ্যোপাধ্যায়

একটি প্রেশার কুকার রম্য – সাকিব জিযান

পঁচিশ টাকায় ফুলের গল্প – সাকিব জিযান